সচিব পদমর্যাদার গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য মো. হারুনুর রশিদ।
সোমবার (১৬ নভেম্বর) অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে বেতন কাঠামোর সর্বোচ্চ গ্রেড দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
পদোন্নতির পর তাকে আগের কর্মস্থলেই পদায়ন করা হয়।
অপর আদেশে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. কফিল উদ্দিনকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে ২ বছরের জন্য চুক্তিতে মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের প্রকল্প পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে। ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ অনুযায়ী যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।
(Visited ৩ times, ১ visits today)