সোমবার , ১৬ নভেম্বর ২০২০ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ফরচুন বরিশাল’ দলের থিম সং গাইলেন ০৩ শিল্পী

প্রতিবেদক
Alltime BD News24 .com
নভেম্বর ১৬, ২০২০ ১১:৩৩ অপরাহ্ণ

গেল কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বেশ কিছু গণমাধ্যম সয়লাব হয়েছে গান গেয়েছেন বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। জানা যায়, আগামী ২৪ নভেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নিতে যাওয়া ‘ফরচুন বরিশাল’ দলের থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন তিনি এবং প্রতীক হাসান। কোথাও আসেনি গানের অন্য দুই শিল্পী শাহিরয়ার রাফত ও আয়েশা মৌসুমীর নাম।
বিষয়টি বেশ সমালোচনার তৈরি করলে বিতর্কের মুখে পড়ে ফরচুন বরিশাল টিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বরিশালবাসী এবং বরিশাল দলের খেলোয়ারদের ভক্তরা জায়েদ খানের গান গাওয়ার বিষয়টি নিয়ে বিদ্রুপ প্রকাশ করেন।

গান গাওয়া প্রসঙ্গে জায়েদ খানের বক্তব্যও এসেছে গণমাধ্যমে। তার মধ্যে একটি টেলিভিশনের অনলাইন পোর্টালে তিনি বলেছেন, ‘হঠাৎ করেই এমন সিদ্ধান্ত। নিজের জন্মস্থান বরিশাল দলের জন্য কণ্ঠ দিতে পেরে ভালো লাগছে। এটা আমার গান গাওয়ার প্রথম অভিজ্ঞতা। বরিশাল দলের কর্ণধারও শুনেছেন এবং প্রশংসা করেছেন। আমার প্রায় দশ বছরের ক্যারিয়ারে এবারই প্রথম গাইলাম। তাল, লয়, সুর ঠিক রাখা যদিও বেশ কঠিন ছিলো তবুও সর্বোচ্চ চেষ্টা করেছি প্রতীকের সঙ্গে কণ্ঠ মেলাতে।’

এদিকে গায়ক ও সংগীত পরিচালক শাহরিয়ার রাফাত রোববার দিবাগত রাতে লাইভে এসে জানান, গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি, প্রতীক হাসান এবং ‘পাওয়ার ভয়েস’খ্যাত আয়েশা মৌসুমী। জায়েদ খান গানটির পৃষ্ঠপোষকতায় রয়েছেন। আর এ গানের শুরুতে নাটকীয়তা আনতে ‘মুই বরিশাইল্লা’ অংশটুকুতে ভয়েস দিয়েছেন জায়েদ।

লাইভে শাহারিয়ার রাফাত বলেন, ‘ফরচুন বরিশাল’ দলের থিম সং ‘মুই বরিশাইল্লা’ গানটি আমার ক্যারিয়ারে অন্যতম একটি কাজ হতে যাচ্ছে বলে আমি বিশ্বাস করি। সারাদিন অনেকেই জিজ্ঞাসা করছেন গানটি আসলে কে গেয়েছেন। গানটি আমার সুর-সংগীতে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান এবং আয়েশা মৌসুমী।

গানটির পৃষ্ঠপোষকতা করেছেন জায়েদ খান, সময়ের আলোচিত চিত্রনায়ক ও আমার বড় ভাই। তিনি বরিশালের সন্তান। আমি প্রতীকও বরিশালের সন্তান। সবাই মিলে খুব মজা করে গানটি গেয়েছি আমার। গানটির শুরুতে শোনা যাবে জায়েদ খানের কণ্ঠ। এটা শুধুমাত্র গানটিতে একটা নাটকীয়তা আনতে করা হয়েছে। ‘ফরচুন বরিশাল’ দলের জন্য আমাদের টিমের পক্ষ থেকে শুভ কামনা রইল।’

এই গানটি লিখেছেন, সুদীপ কুমার দ্বীপ। ‘মুই বরিশাইল্লা’ শিরোনামের গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এটির সুর ও সংগীত পরিচালক করেছেন কণ্ঠশিল্পী শাহারিয়ার রাফাত নিজেই।

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ আনুর্ধ ১৭ বিভাগীয় টিমের মাঝে জার্সি বিতরণ করেন বিভাগীয় কমিশনার বরিশাল।

বাবুগঞ্জে আ’লীগের মনোনয়ন পেলেন কাজী দুলাল-আজাদ-ফারজানা

পিরোজপুরে স্ত্রীর ছলচাতুরীতে সর্বশান্ত প্রবাসী স্বামী

সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্র নিয়ে অসত্য তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ মামলার প্রস্তাব

কিউইদের কাছে পাত্তাই পেল না লঙ্কানরা

আবারো সিআইপি হলেন অনন্ত জলিল

ট্রাম্পের আইডি ‘বন্ধ’ করে গেলেন টুইটারের বিদায়ী কর্মী

বিচার প্রার্থীদের ভোগান্তি কমাতে পদক্ষেপ গ্রহণের আহ্বান-প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।

পানি সম্পদ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দদের সংবর্ধণা

সাইলেন্ট মেকার

তরুণ নির্মাতা হাবিবুর রহমান অন্তরে সাইলেন্ট মেকার।।