রির্পোট -সাজ্জাদ খোশনবীশ.
সিনিয়ার স্টাফ রির্পোটার ও নাগরিক সাংবাদিক.
টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপ।
টাঙ্গাইল সদর উপজেলাধীন খলদবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেনা বেগমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে টাঙ্গাইল সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় সমুহের সহকারী শিক্ষকগণ ১৬ মার্চ এক মানববন্ধন কর্মসূচী পালন করে। গত ৬মার্চ শিক্ষিকার বাসভবনে সন্ত্রাসী হামলার এ ন্যক্কারজনক ঘটনা ঘটে। সন্ত্রাসীরা হেনা বেগমকে তার ভিটেবাড়ি থেকে উচ্ছেদের জন্য পূর্ব থেকেই বিভিন্ন ভাবে হুমকী ধামকী দিয়ে আসছিলো। ঘটনার দিন সংঘবদ্ধ সন্ত্রাসীরা হেনা বেগমকে তার বাড়িতে ঢুকে লাঠিসোটা দিয়ে উপর্যুপরি আঘাতের পর মৃত ভেবে ফেলে চলে যায়। মুমূর্ষু অবস্থায় শিক্ষক হেনা বেগমকে টাঙ্গাইল সদর উপজেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ৭মার্চ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল সদর আমলী আদালতে মামলা হয়। অদ্যাবধি কোন আসামি ধরা না পড়ায় হেনা বেগম ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এমতাবস্থায় প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ
(১২১৯৮/১৫) এর টাঙ্গাইল সদর উপজেলা শাখা নির্যাতিতা সহকারী শিক্ষক হেনা বেগমের পাশে এসে দাঁড়ায়। তারা এই মানববন্ধন কর্মসূচীর মাধ্যমে অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার দাবী করেন। শিক্ষক নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করে বলেন- অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচীর মাধ্যমে আসামীদের গ্রেফতারে বাধ্য করা হবে। মানববন্ধন শেষে শিক্ষকনেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে তারা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার হোসেন মহোদয়ের নিকট স্মারকলিপিটি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম, সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদুর রহমান খোশনবীশ, কেন্দ্রীয় সদস্য শফিকুল ইসলাম, জেলা শাখার সহ-সভাপতি আইয়ুব আলী, আঃ জলীল, কামরুন্নাহার মুন্নি উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান, সহ-সভাপতি মাকছুদ আলী খান, রাশেদ খান, যুগ্ম সম্পাদক আঃ আলীম সহ শ্যামল কুমার চক্রবর্তী, আবুল বাশার, ঈমান আলী, জামিল আহমেদ, আব্দুল্লাহ, আমিনুল ইসলাম, আইনুল, সহকারী শিক্ষক সমাজ টাঙ্গাইল সদর উপজেলা শাখার উপদেষ্টা কবি ও প্রধান শিক্ষক শামছুজ্জামান জামান প্রমুখ।