সোমবার , ১৬ নভেম্বর ২০২০ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

হিজড়ার সঙ্গে প্রেমের অভিনয় করে টাকা আত্মসাৎ, আদালতের সমন জারি

প্রতিবেদক
Alltime BD News24 .com
নভেম্বর ১৬, ২০২০ ৫:১৭ পূর্বাহ্ণ

এক হিজড়ার সঙ্গে প্রেমের অভিনয় করে তার দেড় লাখ টাকা আত্মসাৎ করায় ঈশা খাঁ নামের এক প্রেমিকের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। রোববার (১৫ নভেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন এ সমন জারি করেন।

মামলা সূত্রে জানা গেছে, প্রতারণার শিকার ওই হিজড়ার নাম জুঁই। তিনি ২০১৭ সালে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় তার দলের সঙ্গে থাকতেন। ওই সময় প্রেমিক ঈশা খাঁ বসুন্ধরা কমিউনিটি সেন্টারে চাকরি করতেন। একই এলাকায় থাকার সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। এই বন্ধুত্ব একপর্যায়ে প্রণয়ে রূপ নেয়। একদিন জরুরি প্রয়োজনের কথা বলে তিন মাসের জন্য দেড় লাখ টাকা ধার নেন ঈশা খাঁ। চলতি বছরের ৯ সেপ্টেম্বর প্রেমিক ঈশা খাঁর কাছে টাকা চাইলে তিনি কোনো টাকা নেয়নি বলে জানান। পরে স্থানীয়ভাবে বিষয়টির সুরাহা না করতে পেরে আজ রোববার পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আমলি আদালতে একটি মামলা দায়ের করেন জুঁই। পরে আদালত ঈশা খাঁর বিরুদ্ধে সমন জারি করেন।

প্রতারণার শিকার জুঁই কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘টাকা নেয়ার আগে ঈশা খাঁ আমার সঙ্গে সুন্দর করে কথা বলতেন। নিজের জমানো টাকা ধার দিয়ে সেই টাকা চাওয়ায় এখন আমার সঙ্গে মোবাইলে কথাও বলতে চান না। দেখাও করেন না।’

বাদীপক্ষের আইনজীবী এস এম তৌফিক হোসেন মুন্না বলেন, ‘তৃতীয় লিঙ্গের জুঁইয়ের সঙ্গে ভালোবাসার অভিনয় করে ঈশা খাঁ দেড় লাখ টাকা আত্মসাৎ করে প্রতারণা করেন। এ ঘটনায় জুঁই বাদী হয়ে ৪০৬ ও ৪২০ ধারায় একটি মামলা করেন। আদালত মামলাটি সরাসরি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন।’

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত