বরিশালে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে প্রতিবাদ অবস্থান কর্মসূচি করেছে সামাজিক প্রতিরোধ কমিটি। সারা দেশের সাথে একযোগে আজ (১২ই) নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে অশি^নী কুমার হল চত্বরে এই কর্মসূচি পালন করে তারা।
সামাজিক প্রতিরোধ কমিটির আহবায়ক পুষ্প রানী চক্রবর্তীর সভাপতিত্বে এখানে অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম গুজব ছড়িয়ে নারী ও সংখ্যালঘু মানুষের উপর নির্যাতন চালায় সুযোগ সন্ধানীরা।
এদের প্রতিহত করতে মুক্তিযুদ্ধের চেতনতায় প্রনীত সংবিধানে আমাদের ফেরতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। এজন্য সবাইকে একযোগে এগিয়ে আমার আহবান করেন বক্তারা।
এখানে আরো বক্তব্য রাখেন অধ্যাপিক (অবঃ) শাহ সাজেদা, রহিমা সুলতানা কাজল,রনজিৎ দত্ত,হাসিনা বেগম নিলা, মেহের আফরোজ মিতা প্রমুখ।
এরপর ১১ দফা দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন সামাজিক প্রতিরোধ কমিটির নেতারা।