শামীম আহমেদ ॥ শেখার কোন বয়স নাই; মাস্ক ছাড়া উপায় নাই, মাস্ক পড়ুন নিজে বাঁচুন এমনি নানা শ্লোগান নিয়ে বরিশালে ক্যাম্পেইন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ নামক যুব সংগঠন।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে ঘন্টাব্যাপী এই কর্মসূচি নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে করে তারা।
এখানে বক্তারা বলেন, দেশের ৬৪টি জেলায় একযোগে তারা তাদের কর্মসূচি করছে। কারণ শীত শুরু হয়েছে করোনার ঝুঁকি বাড়ছে।
কিন্তু এখনো অনেক মানুষ মনে করছে করোনা শেষ হয়েছে তাই মাস্ক ব্যবহার তারা প্রয়োজন মনে করেনা। এজন্য করোনার রোধে মাস্ক ব্যবহার যে অত্যাবশ্যকীয় তা জানাতে তাদের এই ক্যাম্পেইন।
পরে তারা নগরীর বিভিন্নস্থানে ঘুরে ঘুরে ক্যাম্পেইন প্রচার-প্রচারনা করে।
(Visited ১ times, ১ visits today)