১২ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ টায় বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসন বরিশাল এর সহযোগিতা বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর নির্ধারিত স্থান বরিশাল অডিটোরিয়াম সংলগ্ন বান্দ রোড বরিশালে কালেক্টরেট স্কুল অন্ড কলেজ এর নিজস্ব ভবনের নির্মাণ কাজের পাইলে ঢালাই ঢেলে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল, প্রফেসর মোঃ ইউনুস, উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল, মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, সহসভাপতি জেলা আওয়ামিলীগ বরিশাল, মোঃ হোসেন চৌধুরী, সাংস্কৃতিজন, এস এম ইকবাল, বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব কাজী আবুল কালাম আজাদ, সনাক সভাপতি অধ্যাপীকা শাহ সাজেদা, অধ্যক্ষ বরিশাল কালেক্টরেট স্কুল অন্ড কলেজ, খন্দকার অলিউর ইসলাম, প্রধান শিক্ষক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাহবুবা হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরিশাল এর প্রতিনিধি, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ স্কুলের শিক্ষক এবং বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।
মূল ভবন ৮৫ লাখ টাকা ব্যয় ছয়তলা ভবনের একতলা ভবন নির্মাণ করা হবে। এবং ৬ তলা একাডেমিক ভবনের ৭১ টি পাইল ৮৬ লক্ষ টাকায় বসানো হবে। অনুষ্ঠানে শেষে দেশ ও দশের মঙ্গলকামনা করে দোয়া মোনাজাত করা হয়।