মোঃ শাহাজাদা হিরা.
সিনিয়ার স্টাফ রির্পোটার.
আজ ১৭ মার্চ শুক্রবার সকাল ১০টার দিকে এক অভিযানে নগরীর লঞ্চঘাট এলাকা থেকে বিরল প্রজাতির সারে ১৪ ইঞ্চি একটি তক্ষক (গ্যকো) প্রাণী সহ মোঃ বাবুল আকন (৪২) ও মনির হোসেন (৩৫) নামে দুই জনকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ। আটক দুই জনের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার ডাইনছড়ি গ্রামের বাসিন্ধা। তারা বিরল প্রজাতির ওই প্রাণী পাঁচার ব্যবসার সাথে জড়িত বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদেরকে গোয়েন্দা শাখার এএসআই মোঃ মিজানুর রহমান ও মোঃ মোস্তফা কামাল বারিশাল নগরির লঞ্চঘাট এলাকায় দেখতে পেয়ে সন্দেহ ভাজন ব্যক্তি হিসেবে তল্লাশি চালালে তাদের কাছে কাগজের শপিং ব্যগের মোধ্যে রক্ষিত অবস্তায় পাওয়া গেছে। তখন এসআই ইউনুস আলী ফরাজী, গোয়েন্দা শাখা বিএমপি বরিশাল তাদের আটক করে সহকারী কমিশনার, রিপোন বিশ্বাস কে খবর দিলে ঘটনা স্থলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিনি উপস্থিত হয়ে বন্য প্রাণী (সংরক্ষন) আইন ২০১২ অনুয়ায়ি তাদের দুই জনকেই ৬ মাস করে সর্শম কারদন্ড দেওয়া হয়। পরে বিরল প্রজাতির তক্ষক টাকে বন বিভাগ কে খবর দিয়ে গাজী মোঃ আবুল বাশার, ফরেস্টার, বরিশাল দও উপজেলার কাছে নিরাপদ স্থানে অবমুক্ত করার জন্য হস্তান্তর করা হয়।
ছবিঃএকটি তক্ষক
(Visited ৭ times, ১ visits today)