শুক্রবার , ১৭ মার্চ ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপ‌তি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রতিবেদক
alltimeBDnews24
মার্চ ১৭, ২০১৭ ১০:২৫ অপরাহ্ণ

গোপালগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ৯৮তম জন্ম‌দিন ও জাতীয় শিশু দিবস উপল‌ক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপ‌তি মো. আবদুল হা‌মিদ ও প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯টা ৫৫ মি‌নি‌টে বঙ্গবন্ধু সমাধি সৌধ কম‌প্লে‌ক্সে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আধা ঘণ্টা প‌রে রাষ্ট্রপ‌তি এসে পৌঁছা‌লে প্রধানমন্ত্রী তা‌কে স্বাগত জানান। প‌রে তাকে সঙ্গে নি‌য়ে সমাধি সৌ‌ধে পৌঁছান।

সকাল ১০টা ২৫ মি‌নি‌টে রাষ্ট্রপ‌তি প্রথম বঙ্গবন্ধুর সমাধি সৌ‌ধে পুষ্পস্তবক অর্পণ ক‌রে শ্রদ্ধা জানান। এরপর প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা শ্রদ্ধা নি‌বেদন ক‌রেন। এ সময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিন বা‌হিনীর এক‌টি চৌকস দল তা‌দের গার্ড অব অনার দেন।

এরপর রাষ্ট্রপ‌তি ও প্রধানমন্ত্রী ফা‌তেহাপাঠ ও বি‌শেষ মোনাজা‌তে অংশ নেন।প‌রে রাষ্ট্রপ‌তি ও প্রধানমন্ত্রী মন্তব্য বইতে স্বাক্ষর ক‌রেন। স্বাক্ষর শেষে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা দলীয় প্রধান হি‌সে‌বে নেতা-ক‌র্মী‌দের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌ‌ধে শ্রদ্ধা নি‌বেদন ক‌রে।

এ সময় আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ও সড়ক প‌রিবহনমন্ত্রী ওবায়দুল কা‌দের, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কৃ‌ষিমন্ত্রী ম‌তিয়া চৌধুরী, বা‌ণিজ্যমন্ত্রী তোফা‌য়ল আহ‌মেদ, শিল্পমন্ত্রী আমির হো‌সেন আমু, স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জি‌নিয়ার মোশাররফ হো‌সেন, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল ক‌রিম সে‌লিম এম‌পি, লে. ক‌র্নেল (অব.) ফারুক খান এম‌পি, উপ‌দেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহ‌মেদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মু‌ক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আ ক ম মোজা‌ম্মেল হক, ম‌হিলা ও শিশু বিষয়কমন্ত্রী মে‌হের আফ‌রোজ চুম‌কি, আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ক‌বির নানক এম‌পি, সাংগঠ‌নিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন না‌সিম, শেখ হেলাল উদ্দিন এম‌পিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

শ্রদ্ধা নি‌বেদন শে‌ষে রাষ্ট্রপ‌তি হেলিকপ্টারযো‌গে ঢাকার উদ্দে‌শে টু‌ঙ্গিপাড়া ত্যাগ ক‌রেন।

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভব‌নে অবস্থান ক‌রে‌ছেন। বি‌কেল সা‌ড়ে ৩টায় তি‌নি জাতীয় শিশু দিব‌সের অনুষ্ঠা‌নে প্রধান অতি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থাক‌বেন।

এর আগে সকাল ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এ সময় আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ, সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

(Visited ৯ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি