বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পারলামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত কমনওয়েলথ দিবস-২০১৭ এ যোগদান শেষে শুক্রবার (১৭ মার্চ) দেশে ফিরেছেন।
স্পিকারকে অভ্যর্থনা জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‘এ পিস বিল্ডিং কমনওয়েলথ’ প্রতিপাদ্যে এবারের কমনওয়েলথ দিবস (১৩ মার্চ) পালিত হয়। লন্ডনে অবস্থানকালে স্পিকার কমনওয়েলথ দিবস-২০১৭ এর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ ছাড়াও তিনি ‘শান্তিময় কমনওয়েলথ গঠনে যুব সমাজের ভূমিকা’ শীর্ষক সেশন, গোলটেবিল বৈঠক, সম্মেলনে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণসহ বিভিন্ন সেশনে অংশগ্রহণ করেন। তিনি ১৫ মার্চ সিপিএ’র স্কটল্যান্ড শাখা পরিদর্শন করেন । এ সময় তার সাথে স্কটিশ কনজারভেটিভ এন্ড ইউনিয়নিস্ট পার্টির নেতা রুথ ডেভিডসন এমএসপি ও স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার ও সিপিএ স্কটল্যান্ড ব্রাঞ্চের ভাইস প্রেসিডেন্ট রাইট নিকোলা স্টারজেন সাক্ষাৎ করেন।
লন্ডন অবস্থানকালে সিপিএ নির্বাহী কমিটির সদস্য ইমরান আহমদ এমপি তার সফরসঙ্গী হিসেবে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।