বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার (১ নভেম্বর) বেলা ১১ টায় বরিশাল চাংপাই চাইনিজ রেস্টুরেন্টে কেক কাটা, আলোচনা সভা ও অসুস্থ সাংবাদিকদের অর্থ সহায়তা প্রদান সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি মোঃ বাদল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যায়যায়দিন পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান মোঃ আরিফুর রহমান, নিউজ এডিটর কাউন্সিলর সাবেক সভাপতি সৈয়দ মেহেদী হাসান, বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এম মনির হোসেন, সহ-সভাপতি এসএম রাজ্জাক পিন্টু, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সহ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন হাওলাদার, সহ সাধারণ সম্পাদক এম জাফরান হারুন, সহ-সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদার, শিক্ষা বিষয়ক সম্পাদক টি আই অশ্রু, সমাজ কল্যাণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের সহ-সভাপতি আসাদুজ্জামান সোহাগ।
অনুষ্ঠানে বরিশাল বিভাগের ৪২ টি উপজেলার সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(Visited ২ times, ১ visits today)