বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় যাত্রীবাহি বাসের চাপায় মসজিদের ইমাম নিহত হয়েছে। আজ রোববার(১ নভেম্বর) সকাল ১১ টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
সূত্র জানায়, উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন পরিষদ মসজিদের ইমাম মোঃ গনি সরদার(৮০) গুঠিয়া বাজারে আসে।
গুঠিয়া বন্দর ব্রীজ পারাপার হওয়ার সময় বরিশাল গামী বাসে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় গনি সরদার।
এসময় স্থানীয়রা আহত গনি সরদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে দুপুর ১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় গনি সরদার।
গুঠিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোঃ নিজাম জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ঘাতক বাসটিকে আটক করেছি এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে।
(Visited ২ times, ১ visits today)