জন্মের পর থেকেই স্পটলাইটে সাইফ আলি খান ও কারিনা কাপূরের ছেলে তৈমুর আলি খান। কখনও তার ভুয়ো ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কখনও বা তৈমুরের স্কেচ নিয়ে ওয়েব দুনিয়ায় নিজের ছবি শেয়ার করেন সাইফ। সব মিলিয়ে গত তিন-চার মাস ধরে শিরোনামে তৈমুর।
তবে এই প্রথম তাকে নিয়ে বাড়ির বাইরে বেরোলেন করিনা। আর বেরোতেই পাপারাত্জিদের ক্যামেরাবন্দি হলেন। আপাতত ভাইরাল সে ছবি।
মাত্র তিন মাস বয়স তৈমুরের। জানা গিয়েছে, এই প্রথম মামারবাড়িতে যাচ্ছে সে। যদিও শোনা গিয়েছিল, দিন কয়েক আগে রণধীর কাপূরের জন্মদিনের পার্টিতে তৈমুরকে নিয়েই কাপূর বাংলোতে গিয়েছিলেন কারিনা। তবে বলিউডের একাধিক সূত্র দাবি করছে, এই প্রথমবার মা এবং মাসির সঙ্গে মামারবাড়ি গেল তৈমুর।
কাপূরদের একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতেই ছেলেকে নিয়ে গেলেন কারিনা। গাড়িতে কারিনা ছাড়াও ছিলেন কারিশমা কাপূর। যার কোলে তৈমুর ছিল তিনি সম্ভবত তৈমুরের ন্যানি। সব মিলিয়ে এই প্রথম প্রকাশ্যে এলো তৈমুরের ছবি।