ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনকারী বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বরিশাল বাবুগঞ্জ পাঁচরাস্তা মোড় এলাকার ধর্মপ্রাণ মুসলিমরা।
শুক্রবার (৩০ই) অক্টোবর জুম্মার নামাজ শেষে একর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন কর্মসূচি পালনকালীন সময়ে বাবুগঞ্জ পাঁচরাস্তা মোড় মসজিদের ঈমাম তসলিম উদ্দিন বলেন অবিলম্বে আমাদের সরকারের পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্টদুতকে তলব করে এর কঠোর প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংসদে পাস পাশ করার আহবান জানান।
এর পাশাপাশি ফ্রান্সের সকল পণ্য বর্জণ করার দাবী জানান। পরে স্থানীয় মুসল্লীরা একটি বিক্ষোভ মিছিল বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
(Visited ১ times, ১ visits today)