বরিশাল নগরীর বিএম কলেজের প্রথম গেটের বিপরীতে মল্লিক টাওয়ারের নিচতলায় উদ্বোধন হলো বরিশাল দিগন্ত আইটি এন্ড ফুড কর্ণার নামের সপ (দোকান)। জানাগেছে, প্রতিষ্ঠানটি বরিশালের আইটি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক এর অন্তর্ভুক্ত। প্রতিষ্ঠানটি পরিচালনা করবেন তরুণ উদ্যোক্তা ইঞ্জিনিয়ার জিহাদ রানা।
আজ সোমবার থেকে সপটির যাত্রা শুরু হল।
তরুণ উদ্যোক্তা ইঞ্জিনিয়ার জিহাদ রানা জানান, বরিশাল নগরীতে আমরাই সর্বপ্রথম সপটি চালু করলাম। সপটির পাশাপাশি আমরা আইটি সেবাও প্রদান করব। এছাড়া একটি অনলাইন পেইজ খুলে দেওয়া হবে যাতে ঘরে বসেও হোম ডেলিভারির অর্ডার দিতে পারবেন গ্রাহকরা।
তিনি আরও জানান, অনলাইন ছাড়াও আমাদের কাঙ্খিত যোগাযোগ নাম্বারেও কল করে অর্ডার দিয়ে হোম ডেলিভারির সেবা গ্রহণ করা যাবে। কেনা যাবে খাদ্যসামগ্রী, নেয়া যাবে আইটি সেবা। আমার জানামতে এমন সেবার ক্ষেত্রে আমরাই বরিশালে সর্বপ্রথম।