বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদের(বাকসু) সাবেক ভিপি এবং শহর ছাত্রলীগের সাবেক সভাপতি জসীম উদ্দিনের মা, খেলাঘর বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক তৌছিক আহমেদ রাহাতের নানী ও জেলা কমিটির সদস্য আল আমিন শকিলের দাদী আমেনা বেগম(৯০) মৃত্যু হয়েছে(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বার্ধ্যজনিত কারনে রবিবার দিবাগত রাত ১১টা নগরীর ব্রঞ্চরোডস্থ নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যগ করেন।
মৃত্যুকালে তিনি ২ছেলে নাতীনাতনীসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার(২৬ অক্টোবর) যোহর বাদ নামাজে যানাজা শেষে নগরীর মুসলিম গোরেস্তানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি নজমুল হোসেন আকাশসহ জেলা কমিটির সদস্যরা।
এছাড়া খেলাঘর কেন্দ্রয়ী কমিটি এবং বরিশালে বিভিন্ন আসরে পক্ষ থেকে শোক প্রকাশ করেছন। মরহুম মোসাম্মৎ আমেনা বেগম কে শ্রদ্ধা জানান বরিশাল খেলাঘর নেতৃবৃন্দ ।