জনতার শান্তির দূত হিসাবে পুলিশকে দেখতে চাই!
………আর-এম।
পুলিশ বলতে কি বুঝায়? যদি এমন প্রশ্নটা সবার কাছে ছুড়ে দেই তাহলে স্বাভাবিক ভাবেই হয়তো এক একজন এক একভাবে এর উত্তর দিবেন। কিন্তু ইংরেজী রূপ Police শব্দ বিশ্লেষণ করলে আমরা যা পাই তা হলো P=Polite (মার্জিত), O=Obedient (বাধ্য), L=Loyal (বিশ্বস্ত), I= Intelligent (বুদ্ধি সম্পন্ন), C= Courageous (বীরত্বপূর্ণ), E= Efficient (দক্ষতা)। এর মূল অর্থ দাঁড়ায় আইন-শৃঙ্খলা ও শান্তি রক্ষা করার ব্যবস্থা। অর্থাৎ পুলিশ বলতে বুঝায় রাষ্ট্র তথা সমাজের সমগ্র আইন-শৃঙ্খলা রক্ষার প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সদস্যদের কাজই হলো রাষ্ট্র তথা নাগরিকের শান্তি-শৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষা করা। তাই বিশ্বের অনেক দেশেই পুলিশকে বিভিন্ন উপাধিতে ডাকা হয় যেমন আইরিশ পুলিশদের ডাকা হয় গার্ডা সিওচানা, যার বাংলা অর্থ “শান্তির অভিভাবক” আর একজন পুলিশ অফিসারকে শুধু গার্ডা বা শান্তির কর্মী বলে। তবে আমাদের দেশের পুলিশবাহিনীর আচার-ব্যবহারের সঙ্গে আইরিশ পুলিশের ঐ উপাধি কতটুকু সামঞ্জস্যপূর্ণ এটাই আজ বড় প্রশ্ন?
চুরি-ছিনতাই-খুন-গুম-হত্যা-জমি দখল এমন কোন অপর্কম থেকে বাদ যাবে আমাদের পুলিশ বাহিনীর সদস্যদের নাম? যদিও প্রতিটি ঘটনার পরই আমাদের পুলিশ বাহিনীর কর্তাব্যক্তি সহ আমাদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দায়ছাড়া ভাবে বলে ফেলেন কোন একজন সদস্যের অপকর্মের দায়ভার সমস্ত পুলিশ বাহিনী নিবে না। যদিও এটা সত্য যে, এত বড় একটা বাহিনীতে দুয়েকজন খারাপ সদস্য থাকাটাই স্বাভাবিক। কিন্তু আমার প্রশ্ন, এত বিশল একটি সুশৃংখল বাহিনীতে কিভাবে ঐ সকল পথভ্রষ্ট মানুষগুলি আশ্রয় পায়?
তাই আমি সরকারের কাছে আবেদন করছি দয়া করে ভালো পুলিশ সদস্যদের সন্মান বাড়িয়ে দিন আর লোভি সদস্যদের কঠিন শাস্তি দিন। কারন আমরা আমজনতা সবাই পুলিশকে আমাদের তথা রাষ্ট্রের শান্তির দূত হিসেবে দেখতে চাই।