রির্পোটঃ এইচ আর হীরা .
বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ কক্ষে অধ্যক্ষ শচিন চন্দ্র রায়কে অবরুদ্ধ করেছে রেখেছে সাধারণ শিক্ষার্থীরা। অভিভাবকদের সাথে খারাপ আচারণ করার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে নেয়। ফলে বেলা দেড়টার দিকে সেখানকার পরিস্থিতি শান্ত হয়। কলেজ সূত্র জানায়- দীর্ঘদিন ক্লাসে অনপুস্থিত শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময়ে আয়োজন করেন অধ্যক্ষ শচিন চন্দ্র রায়। ওই সভায় এক অভিভাবককে বাক্যবানে লাঞ্ছিত করার প্রতিবাদেই ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা কক্ষের সামনে অবস্থান নিয়ে অধ্যক্ষ’র বিচারের দাবিতে আন্দোলন শুরু করে। ফলে পরিস্থিতি বেগতিক হয়ে ওঠে। এমতাবস্থায় কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম একটি টিম নিয়ে গিয়ে উত্তপ্ত পরিবেশ শান্ত করেন। এসআই রেজাউল জানান- আন্দোলরত শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে অভিভাবকদের নিয়ে শিক্ষকদের সাথে ফের সভা করে বিষয়টি সমাধান করা হয়েছে। এখন ক্যাম্পাসের পরিবেশ পুরোপুরি শান্ত।’’