বরিশাল নগরীর চাঁদমারী এলাকা থেকে গৃহবধূর নিখোঁজের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজের পরিবার।
সাধারণ ডায়েরিতে নিখোঁজ গৃহবধূর ছেলে সাব্বির হাওলাদার উল্লেখ করেন, আমি ১০ নং ওয়ার্ডের চাঁদমারী এলাকার টিঅ্যান্ডটি গেট সংলগ্ন এলাকার বাসিন্দা মো. আলম হাওলাদারের ছেলে। নগরীর বাংলাবাজার এলাকায় গোস্ত বেচাকেনার আমাদের নিজস্ব দোকান রয়েছে। আমার মাতা হাসিনা বেগম পেশায় গৃহিণী। শনিবার ২৪ অক্টোবর আমি এবং আমার বাবা দোকানে কর্মব্যস্ত ছিলাম। বাসায় ছিলেন আমার মা হাসিনা বেগম। বেলা ১২ টার দিকে মায়ের সাথে আমার সর্বশেষ কথা হয়।
বেলা ৩ টার দিকে আমি এবং আমার বাবা বাসায় ফিরে দরজা খোলা দেখতে পাই। পরবর্তীতে ভেতরে প্রবেশ করে মা-কে ঘরে অনুপস্থিত পাই। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি খাটের উপর পড়েছিল।
সম্ভাব্য সব জায়গায় অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান মেলেনি আমার মা হাসিনা বেগমের।
এরই ধারাবাহিকতায় কোতয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানিয়েছেন নিখোঁজ গৃহবধূর ছেলে সাব্বির হাওলাদার।
হাসিনা বেগমের নিখোঁজের সময় ঘরে ব্যবসার জন্য রাখা বেশ কিছু টাকাও পাওয়া যাচ্ছে না বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে।
প্রসংগত, নিখোঁজ হাসিনা বেগমের গায়ের রং শ্যামলা,উচ্চতা ৫ ফুট, মুখ মণ্ডল গোলাকার। নিখোঁজের সময় তার পরনে ছিল ছাপার সেলোয়ার কামিজ।