বৃহস্পতিবার , ১৬ মার্চ ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

শেষ সেশনের বিপর্যয়েই দিন শেষ বাংলাদেশের

প্রতিবেদক
alltimeBDnews24
মার্চ ১৬, ২০১৭ ১১:১০ অপরাহ্ণ

শেষ সেশনের চার ওভার বাকি থাকতে হঠাৎই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পরপর সাজঘরের পথ ধরেন তিন টাইগার ব্যাটসম্যান ইমরুল কায়েস, তাইজুল ইসলাম আর সাব্বির রহমান। এরপর ব্যাটিংয়ে নেমে বাকি সময় সামলেছেন অধিনায়ক মুশফিকুর রহিম (২) ও অলরাউন্ডার সাকিব আল হাসান (১৮)। দিনশেষে (১৬ মার্চ, বৃহস্পতিবার) শততম টেস্ট নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ২১৪ রান।

এর আগে কলম্বোর পি সারা ওভালে টসে জিতে প্রথমদিন ব্যাটিংয়ের পর দ্বিতীয় দিনের মতো ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। হাতে থাকা ৩ উইকেটে এদিন যোগ করে আরও ১০০ রান। শেষপর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ৩৩৮ রান। দিনেশ চান্দিমালের সেঞ্চুরিতেই (১৩৮) সফরকারীদের বিপক্ষে এই সংগ্রহ দাঁড় করায় তারা।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে মাঠে নেমে দারুণ এক শুরু এন দেন দুই টাইগার ওপেনার সৌম্য সরকার এবং তামিম ইকবাল। ওপেনিং জুটিতে এ দু’জন ৯৫ রান তোলার পর ১ রানের আক্ষেপ নিয়ে ব্যক্তিগত ৪৯ রানে সাজঘরে ফেরেন তামিম। টাইগারদের এই জুটি ভাঙ্গেন লঙ্কান দিলপতি রঙ্গনা হেরাথ। তার করা একটি নিচু ডেলিভারি ঠেকাতে গেলে বল সরাসরি প্যাডে আঘাত করে। বোলার আউট চাইলেও আম্পায়ার সাড়া দেননি। পরে রিভিউয়ে দূর্ভাগ্যের স্বীকার হন তামিম।

তামিম হাফ সেঞ্চুরির দেখা না পেলেও আরেক ওপেনার সৌম্য হাফসেঞ্চুরি করেছেন। ৯৬ বলে ৫টি চারের মারে ৫০ রান পূর্ণ করে সফরে টানা তৃতীয় হাফসেঞ্চুরি পান তিনি। এর আগে গল টেস্টের দুই ইনিংসেও হাফসেঞ্চুরি করেছেন সৌম্য। এর কিছু পরেই ১১ রান যোগ করে সান্দাকানের বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন তিনি।

সৌম্যের আউটের পর উইকেটে নামেন মাহমুদউল্লাহর বদলি সুযোগ পাওয়া সাব্বির রহমান। নেমেই ঝড়ো সূচনা করে ওয়ানডে স্টাইলে ৪২ রান তুলে সুরাঙ্গা লাকমালের বলে ক্যাচ তুলে ফিরে যান সাজঘরে। বল খরচ করেন ৫৪ টি। এর মাঝেই অবশ্য ৩২ রান করে সান্দাকানের এলবিডাব্লিউয়ের স্বীকার হন ইমরুল কায়েস। কিছু পরেই ডাউন পরিবর্তন করে ব্যাটিংয়ে নামেন তাইজুল। কিছু বুঝে ওঠার আগেই ইমুলের মতো পরিণতি ভোগ করেন তিনিও। শূন্য রানে এলবিডাব্লিউয়ের স্বীকার হন সেই সান্দাকানের। শেষ সেশনের চার ওভার বাকি থাকতেই বিপর্যয় নেমে আসে বাংলাদেশের ব্যাটিং শিবিরে।

এর আগে বুধবার (১৫ মার্চ) টসে জিতে ব্যাট করতে নেমে দিনশেষে স্বাগতিক শ্রীলঙ্কা ৭ উইকেট হারিয়ে ২৩৮ রান সংগ্রহ করে। শেষ সেশনের শেষদিকে আলোক স্বল্পতায় কিছু সময়ের জন্য ম্যাচ বন্ধ করার পর প্রথম দিনের খেলা শেষ ঘোষণা করেছেন ম্যাচ রেফারি।

হাতে ৩ উইকেট নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে বেশ চমকই দেখিয়েছে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। লেজের দাপটে ২৩৮ থেকে সংগ্রহ ৩৩৮-এ নিয়ে গিয়েছে স্বাগতিকরা। তবে এতে দিনেশ চান্দিমালের ১৩৮ রানের ইনিংসটি বড় অবদান রেখেছে।

এছাড়া দলের হয়ে ৩৫ রান করেন সুরাঙ্গা লাকমাল। আর ধনঞ্জয়া ডি সিলভা এবং নিরোশান দিকবালা উভয়েই ৩৪ করে রান করেন।

বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ২টি করে উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও শুভাশীষ রায়। আর ১টি উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম।

(Visited ৪ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি