মেহেন্দিগঞ্জে কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের আয়োজনে সদ্য প্রয়াত হেফাজত ইসলামের আমীর আল্লামা শাহ্ আহমদ শফী (রহ) এর জীবনী ও কর্ম নিয়ে শীর্ষক আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আসর পাতারহাট উত্তর বাজার কওমী মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় দোয়া মোনাজাত পরিচালনা করেন হিজলা উপজেলার হরিনাথপুর কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রহিম।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মাহমুদিয়া মাদ্রাসার পরিচালক জনাব হযরত মাওলানা ওবায়দুর রহমান মাহবুব।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বরিশাল কাশিপুর চৌমাথা বহুমুখী মাদ্রাসা ও দারুল ইফতাহ’র পরিচালক আলহাজ্ব হযরত মাওলানা যুবায়ের বীন মুফতি নুরুলাহ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আলামা শাহ্ আহমদ শফী (রহ) তাঁর বর্ণাঢ্য জীবনে ইসলাম, দেশ ও জাতীর বহুমুখী খেদমত আঞ্জাম দিয়েছেন।
যা স্বর্ণাক্ষরে লিখা থাকবে। তাঁর ইন্তেকালে আমরা একজন যোগ্য অভিভাবক হারালাম। তাঁর শূণ্যস্থান কভু পূরণ হবার নয়।
অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে পাতারহাট উত্তর বাজার কওমী মাদ্রাসার মুহতামীম ও মেহেন্দিগঞ্জ কওমী মাদ্রাসা ঐক্য পরিয়ষদের সভাপতি হযরত মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, মুফতি ফারুক খান, মাওলানা সিরাজ উদ্দিন, মাওলানা ফরহাদ হোসেন, মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা নূর মোহাম্মদ সহ স্থানীয় বিভিন্ন ওলামায়েকেরামগণ।