মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম বলেছেন, মৌলিক মূল্যবোধকে জাগ্রত করতে পারলেই অপশক্তিকে পরাজিত করা সম্ভব।
মন্ত্রী আজ শনিবার দুপুরে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার সনাতন ধর্মালম্বীদের সাথে পূজা পূর্ববর্তী এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মতবিনিময় সভা শেষে মন্ত্রী তার ব্যাক্তিগত তহবিল ও জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ জেলা পরিষদের তহবিল থেকে উপজেলার ১১৯টি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকদের মাঝে অনুদানের চেক হস্তান্তর করেন।
এসময় জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ, উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদারসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি অফিসার, ধর্মীয় নেতা-কর্মী ও সঙবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
(Visited ১ times, ১ visits today)