দীর্ঘ তিন বছর পর গঠিত হলো বরিশাল ডিপো মালিক এ্যাসোসিয়েশন এর নতুন কার্য নির্বাহী পরিষদ। এ্যাসসিয়েশনের প্রবীণ সদস্য মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে গত ১৬.১০.২০২০ ইং তারিখ স্থানীয় এক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সকল সদস্যদের উপস্থিতিতে এক আনন্দ মূখর পরিবেশে এ কমিটি গঠন ও ঘোষনা দেয়া হয়।
নব্য গঠিত এ কমিটির কার্যকাল হবে আগামী দু বছর ( ২০২০ – ২০২২ )।
বরিশাল ডিপো মালিক এ্যাসোসিয়েশন কার্যকরি কমিটি ২০২০ – ২০২২ এর সভাপতি হিসেবে নির্বাচিত হন ট্রাষ্ট মার্কেটিং এজেন্সি’র কর্নধার মোঃ আবু মাসুম ফয়সাল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন খাঁন এন্টারপ্রাইজ এর কর্নধার মোঃ সোহেল খাঁন।
নব্য নির্বাচিত কার্য নির্বাহী কমিটিতে বিভিন্ন পদে আরও রয়েছেন উপদেষ্টা মোঃ মন্জুর হোসেন, সিঃ সহ সভাপতি মোঃ রায়হান রানা, সহ সভাপতি মোঃ আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, মোঃ সোহেল রানা, কোষাধ্যক্ষ মোঃ ফয়সল হামিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, আইন সম্পাদক মোঃ রফিক ও প্রচার সম্পাদক মোঃ জসিম উদ্দিন।
প্রসংগত.. ২০১৪ সালে বরিশাল বিভাগে ভোগ্যপন্য সরবরাহ কারি প্রতিষ্ঠানের মালিকগনের সমন্বয়ে বরিশাল ডিপো মালিক এ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়।