আজ ১৫ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম মিলনায়তন বরিশালে বাংলাদেশ কারাতে ফেডারেশন এর সার্বিক ব্যবস্থাপনায় বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা ভিত্তিক কারাতে প্রশিক্ষণ ক্যাম্প ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা বরিশাল এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল ও সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা বরিশাল প্রশান্ত কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সম্পাদক বাংলাদেশ কারাতে ফেডারেশন মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা ক্রীড়া অফিসার বরিশাল মোঃ হুসাইন আহমেদসহ কারাতে খেলোয়ার, কোচ, ম্যানেজার ও বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল এস, এম অজিয়র রহমান জেলা ভিত্তিক কারাতে প্রশিক্ষণ ক্যাম্প ২০২০ এর শুভ উদ্বোধন করেন। পরে খেলোয়াড়দের মাঝে কারাতে পোশাক বিতরণ করা হয়। পরিশেষে কারাতের এক ডিসপ্লে প্রদশন করা হয়। ক্যাম্প চলবে ১৫ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত।