সরকারি কলেজ মসজিদ সমূহে নিয়োজিত ইমাম মুয়াজ্জিন ও খাদিমগণের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সরকারি কলেজ ইমাম -মুয়াজ্জিন ঐক্য পরিষদ বরিশাল বিভাগীয় কমিটি। মংগলবার সকাল ১১ টায় অশ্বীনি কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সরকারি কলেজ মসজিদে নিয়োজিত ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের বরিশাল বিভাগীয় নির্বাহী সভাপতি ও সৈয়দ হাতেম আলী সরকারী কলেজ মসজিদের খতিব মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগর এর সভাপতি কাজী মাওলানা আব্দুল মান্নান, সম্পাদক মাওলানা শামসুল আলম এবং বাংলাদেশ সরকারি কলেজ ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি ও বরিশাল বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন। সরকারি বি এম কলেজ মসজিদের ইমাম মাওলানা আব্দুল মুমিন, সরকারি বরিশাল কলেজ মসজিদের ইমাম মাওলানা মুফতি বায়জীদ মাহমুদ, সরকারি ট্যাকনিকাল স্কুল এন্ড কলেজ মসজিদের খতিব মাওলানা মুনিরুল ইসলাম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী ও ভোলা সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমগণ। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সকল সরকারি কলেজের শিক্ষক, কর্মকর্তা সরকারি স্কেলে বেতন ভাতা পেয়ে থাকেন, কিন্তু সরকারি কলেজ মসজিদে নিয়োজিত ইমাম মুয়াজ্জিনরা সরকারি সুযোগ সুবিধা থেকে সম্পূর্ণ বঞ্চিত। এর ফলে ইমাম মুয়াজ্জিনরা সামান্য বেতন নিয়েই কষ্টে জীবন যাপন করছেন।
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকি কে অবিস্মরণীয় করে রাখতে এবং ২০৩০ সালের মধ্যে এস.ডি.জি অর্জন ও ডিজিটাল সোনার বাংলা গড়তে বাংলাদেশের সকল সরকারি কলেজ মসজিদে নিয়োজিত খাদেমগণের পদ সৃষ্টি করে সরকারি বেতন ভাতা ও সুযোগ সুবিধা দেয়ার দাবি জানান।