শামীম আহমেদ ॥ দেশব্যপি নারী ও শিশু প্রতি সহিংসতা ধর্ষণ নির্যাতনের প্রতিবাদে ও দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালণ করেছে নারী ঐক্য পরিষদ বরিশাল জেলা শাখা।
আজ মঙ্গলবার (১৩ই) অক্টোবর সকাল সাড়ে ১০টায় নগরীর প্রাণ কেন্দ্র বীর শ্রেষ্ট ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক সদররোডে একর্মসূচি পালিত হয়।
বরিশাল জেলা শাখা মহিলা পরিষদ সভাপতি ও বরিশাল অঞ্চল আঞ্চলিক কমিশনার গালর্স গাইড রাবেয়া খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল জেলা নারী ঐক্য সভাপতি বেগম ফয়জুন নাহার শেলী, নারী ঐক্য পরিষদের সদস্য দিনারা, গালর্স গাইড আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক জেসমিন নাহার প্রমুখ।
এসময় গালর্স গাইডের সদস্যরা বিভিন্ন প্লেকার্ড নিয়ে ধর্ষণকারী সর্বোচ্চ শাস্তি দ্রুত বিচারের মাধ্যমে সম্পূর্ণ করার পাশাপাশি বাস্তবায়নের দাবী করেন তারা।
(Visited ৩ times, ১ visits today)