মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২০ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরগুনায় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রতিবেদক
Alltime BD News24 .com
অক্টোবর ১৩, ২০২০ ৯:৫৯ অপরাহ্ণ

বরগুনার পাথরঘাটার তীরবর্তী বিষখালী নদীতে কোস্টগার্ড সদস্যদের সাথে অস্ত্র কারবারিদের সাথে গোলাগুলি হয়েছে বলে জানা গেছে। ২১ টি আগ্নেআস্ত্র ও ১০ টি রামদা উদ্ধার করা হয়। এরমধ্যে একটি রিভলবার, ছয়টি পিস্তল এবং ১৪ টি একনলা বন্দুক ছিল এসময় একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্টেশন কমান্ডার মোহাম্মদ মেহেদী হাসান। আজ মঙ্গলবার ভোররাত চারটার দিকে বিষখালীর মোহনা লালদিয়ার চরে এঘটনা ঘটে।
দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসান জানান, একদল অস্ত্র কারবারি অস্ত্র নিয়ে উপকূলের দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তারা রাতে দুটি ইউনিট অভিযান শুরু করে। রাত সাড়ে তিনটার দিকে সংন্দেহ মূলক ভাবে একটি দ্রুতগামী মাছ ধরার ট্রলারকে চ্যালেঞ্জ করলে তারা দ্রুত গতিতে এগিয়ে যায়। এসময় কোস্টগার্ড ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
অবস্থা বেগতিক দেখে ট্রলার রেখে লালদিয়ার চরে উঠে বনের মধ্যে পালিয়ে যায়। এসময়  ট্রলারে অভিযান চালিয়ে মাছ রাখার ককশিটের ভিতর থেকে ২১ টি আগ্নেয়াঅস্ত্র ও ১০ টি রামদা উদ্ধার করা হয়। এরমধ্যে একটি রিভলবার ছয়টি পিস্তল এবং ১৪ টি একনলা বন্দুক ছিল। এময়  ট্রলারটি জব্দ করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি কোষ্টগার্ড।
মেহেদী হাসান আরো জানান, ইলিশ প্রজননের ২২ দিনের মৎস্য অবরোধের পূর্বে নদনদী থেকে সকল মাছ ধরার ট্রলার গুলোকে আজকের মঙ্গলবারের মধ্যে ঘাটে ফিরে আসতে বলা হয়। তিনি ধারণা করছেন দূরবর্তী কোনো স্থান থেকে তারা অস্ত্রগুলো পাথরঘাটা উপকূলে নিয়ে আসছিল। আটক অস্ত্রগুলো পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।
(Visited ৭ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত