বরিশাল জেলার মুলাদী উপজেলায় র্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
১২ অক্টোবর রাত পৌনে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।
সূত্র জানা গেছে বরিশাল জেলার মূলাদী থানাধীন মধ্য কায়েতমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো মোঃ তুহিন(২১), পিতা- মোঃ রাজ্জাক সিকদার, সাং- মধ্য কায়েতমারা, ২। মোঃ সাগর(১৯), পিতা- মৃত মোসলেম সরদার, সাং- বোয়ালিয়া, উভয় থানা- মূলাদী, জেলা- বরিশাল বলে জানা যায়।
পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে আসামীদের নিকট থেকে ৯৫ (পঁচানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি নূর ইসলাম বাদী হয়ে বরিশাল জেলার মুলাদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
(Visited ২ times, ১ visits today)