দেশব্যাপী অব্যাহত খুন, ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। সংগঠনের বরিশাল শাখার উদ্যোগে রবিবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই প্রতিবাদী সমাবেশ হয়।
জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী দুলাল মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিজানুর রহমান এবং জেলা ইউনাইটেড কমিউনিস্ট লীগের সভাপতি নৃপেন্দ্র নাথ বাড়ৈ প্রমুখ। বক্তারা বলেন, পঞ্চাশ বছর আগে পাকিস্তানি বর্বর সেনারা নারীর ওপর যে নির্মম নির্যাতন করেছিল সেই ঘটনা দেশে আবার ফিরে এসেছে। বিচারহীনতার কারণে দেশে খুন, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে।
বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে খুনি, ধর্ষক ও নারী নির্যাতনকারীদের উপযুক্ত শাস্তি দেয়ার দাবি জানান বক্তারা।