পিরোজপুর নেছারাবাদ স্বরূপকাঠি উপজেলা বিভিন্ন পয়েন্ট ও ইউনিয়নের পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নেছারাবাদ থানা পুলিশ। শনিবার বিকেল থেকে রাতে ওসি মোহাম্মদ আবির মোহাম্মদ হোসেনের নেতৃত্বে আলাদা গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে।
পূর্ব সোহাগদলের সন্ধ্যা পার্ক এলাকা থেকে ২৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সংঘবদ্ধ চক্রের সদস্য ও বিষ্ণুকাঠির রুস্তুম আলীর ছেলে আলী হোসেন, পাটিকেলবাড়ী এলাকার সুলতান মোল্লার ছেলে রাজিব মোল্লা, একই এলাকার আ. বারেকের ছেলে রাকিব ও বিন্না গ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুল্লাহ এবং কুড়িয়ানা এলাকা থেকে আড়াই শত গ্রাম গাজাসহ কুড়িয়ানার নির্মল হালদারের ছেলে সজিব হালদার, একই গ্রামের সুধাংশু মিস্ত্রীর ছেলে সুমন মিস্ত্রিকে পুলিশ গ্রেফতার করে।
সকলকে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রজু করে পিরোজপুর আদালতে পাঠানো হয়।
(Visited ১ times, ১ visits today)