পিরোজপুর প্রতিনিধি ॥ স্বরূপকাঠির সেহাংগল লঞ্চ ঘাটের কাছে বিনায়েকপুর এলাকার সন্ধ্যা নদীতে ভাসমান নৌকা থেকে অজ্ঞাত পরিচয়ের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে ওই লাশ উদ্ধার করা হয়।
জানাগেছে সকালে নদীতে মাছ ধরা জেলেরা একটি নৌকা ভাসতে দেখে এবং নৌকায় একজন লোক ঘুমানোর মত দেখে ডাকাডাকি করে কোন সাড়া না পাওয়ায় নৌকাটি তীরে নিয়ে পুলিশে খবর দিলে ওসি আবির মোহাম্মদ হোসেন ও ইন্সপেক্টর তদন্ত মো.আউয়াল কবির ঘটনাস্থলে যান।
তারা দেখতে পান মাঝ বয়সের( ৩৮/৪০) সাদা , কালো ও লাল চেক গেঞ্জি এবং লুঙ্গি পড়া নৌকার মধ্যে এক ব্যাক্তি মৃত অবস্তায় পড়ে রয়েছে। ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, শরীরে কোন আঘাত বা অন্য কোন চিহ্ন নেই।
এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। সুরাতহাল করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
(Visited ২ times, ১ visits today)