বরিশালের বাখেরগঞ্জ থানায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া ৪ শিশুকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের কারাগারে পাঠানোর নির্দেশদাতা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এয়ায়েত উল্লাহর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত হাইকোর্ট।
আজ রবিবার (১১ই) অক্টোবর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।
একইসঙ্গে মামলার পরবর্তী শুনানি জন্য আগামী ২২ অক্টোবর দিন ধার্য করেন হাইকোর্ট। অপরদিকে ওই চার শিশুকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়ারও আদেশ দেন হাইকোর্ট।
এর আগে ওই চার শিশুকে কারাগারে পাঠানোর ঘটনায় বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহ হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। রবিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে লিখিতভাবে ক্ষমা প্রার্থনার আবেদন করেন তিনি।
উল্লেখ্য, ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চার শিশুর বিরুদ্ধে গত ৬ অক্টোবর মামলা করা হয়। পরে তাদের বাখেরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে । এরপর ৭ অক্টোবর থানা পুলিশ বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহ আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে এক আদেশে ওই চার শিশুকে যশোর পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।
পরে তাদের যশোর পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। এ ঘটনা নিয়ে বেশ কয়েকটি বেসরকারী টেলিভিশনের সংবাদ প্রচারিত হয়।
তাৎক্ষনিক এই সংবাদ নজরে এলে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীম ভার্চুয়াল আদালত বসান এবং আটক শিশুদের জামিন দিয়ে তাদের বাবা-মার কাছে পৌছে দেবার আদেশ দেওয়ার পরপরই ওই রাতেই বরিশাল নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিজ্ঞ জজ আবু শামীম আজাদ শিশুদের জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য এর র্পর্বে উচ্চ আদালতের আদেশ পেয়ে বাখেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম শনিবার বরিশাল নৌ-বন্দর থেকে এমভি কুয়াকাটা (২) লঞ্চ যোগে ৪ শিশুকে নিয়ে ঢাকার উর্দ্যেেশ বরিশাল ত্যাগ করেন।