প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের বিদায়ী রাষ্ট্রদূত ওয়ানজা ক্যামপস ডি নোব্রেগা। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি সাক্ষাৎ করেন।
এ সময় ব্রাজিলের রাষ্ট্রদূত বাংলাদেশে দায়িত্ব পালনকালে তাঁকে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ব্রাজিলের রাষ্ট্রদূত বাংলাদেশি সংস্কৃতির ঐতিহ্য ধারণ করে শাড়ি পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান। সাক্ষাতে তাঁরা দুই দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(Visited ২ times, ১ visits today)