বরিশাল নগরীর বাজাররোড এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-৮ এর সদস্যদের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবদুল হালিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৪৯০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
এছাড়াও অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয়ের অপরাধে বাজাররোড এলাকার আয়শা স্টোরের প্রোপাইটর মোঃ জাকির হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং সন্তোষ স্টোরের প্রোপাইটর সন্তোষ সাহাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে একই এলাকার মির স্টোরের মালিক কাঞ্চন মিরকে পাওয়া না যাওয়ায় দোকানটি সিলগালা করে দেয়া হয়
(Visited ৩ times, ১ visits today)