বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২০ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

পিরোজপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে চায়না টেকনিশিয়ান খুনের ঘটনার মূলহোতা আটক

প্রতিবেদক
Alltime BD News24 .com
অক্টোবর ৮, ২০২০ ৯:১২ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরে নির্মাণাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী ব্রীজের প্রধান টেকনিশিয়ান লাওফান ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনায় মূল আসামী সিরাজ কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৩ টার দিকে পিরোজপুর সদরের গুয়াবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে সিরাজকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার সিরাজ শেখ (৩৫) পিরোজপুর সদর উপজেলায় গুয়াবাড়িয়া এলাকার সত্তার শেখের পুত্র।

 

 

পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নির্মাণাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী ব্রিজের পিরোজপুরের কুমিরমারা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে চীনা নাগরিক লাওফান (৫৮) গুরুতর আহত হয়। পরে পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে প্রধান টেকনিশিয়ান লাওফান মারা যায়।

 

 

এ ঘটনায় নির্মাণাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী ব্রিজের প্রকৌশলী চাও চিং হুয়া বাদী হয়ে রাতেই অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করে। পরে সারারাত পুলিশ ও ডিবি যৌথ অভিযান চালিয়ে এ হামলার মূল আসামী সিরাজ কে গ্রেপ্তার করে।

 

উল্লেখ্য, নির্মাণাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী ব্রিজের কুমিরমারা এলাকায় অবস্থিত চায়না ব্যারাক থেকে কর্মচারীদের বেতনের টাকা নিয়ে চায়না নাগরিক লাও ফান ব্রিজের নির্মাণ কাজের দিকে যাওয়ার পথে ছিনতাইকারীরা টাকা ছিনতাই করার জন্যই তাকে ছুরিকাঘাত করে।

 

পরে স্থানীয়রা ও নির্মাণাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী ব্রিজের কর্মকর্তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে সেখানেই তিনি মারা যায়।

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি