সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন, হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্রবাহী নতুন যুদ্ধজাহাজ উদ্বোধনের ঘোষণা দিয়েছে ইরান।
আগামী নভেম্বরের মধ্যে এগুলো উদ্বোধন করা হবে বলে মঙ্গলবার দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি জানিয়েছেন। খবর ইরনার।
ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস শহরে দেয়া বক্তৃতায় তিনি বলেন, নতুন যুদ্ধ জাহাজের নাম দেয়া হয়েছে ‘পার্সিয়ান গাল্ফ’ যা আগামী নভেম্বর মাসে ইরানের নৌবহরে যুক্ত হবে।
নতুন যুদ্ধজাহাজটি একবার জ্বালানি নিয়ে তিনবার বিশ্ব পরিভ্রমণ করতে পারবে বলে ইরানের এ কমান্ডার জানান।
খানজাদি আরো জানান, নতুন যুদ্ধজাহাজ উদ্বোধনের কয়েক মাস পরে সমুদ্রগামী ‘দিনা’ যুক্ত হবে ইরানি নৌবাহিনীতে। এছাড়া, আগামী মাসে ইরানের নৌ বাহিনী প্রথম মাইনসুইপার উদ্বোধন করবে।
(Visited ১ times, ১ visits today)