লালমোহনে মুজিব বর্ষ উপলক্ষে রক্তদানে সচেতনতা বৃদ্ধি, রক্তের ডাটা সেট তৈরি, রক্তের গ্রুপ নির্ণয় ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ কর্মসূচী হয়।
৩ অক্টোবর সকালে এসব কর্মসূচীর আয়োজন করে লালমোহন স্টুডেন্টস্ ইউনিয়ন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক সময়ে সঠিক পদক্ষেপের কারণে দেশবাসী করোনার ভয়াল থাবা থেকে রক্ষা পেয়েছে। উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, এমপি শাওনের লালমোহন-তজুমদ্দিনের আইসিটি উপদেষ্টা ইশরাক চৌধুরী নাওয়াল, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী এম. তানজিদ, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মহসিন খান প্রমুখ।
(Visited ২ times, ১ visits today)