বরিশাল নগরীতে কুড়িয়ে পাওয়া শিশুকে তার পরিবারের কাছে তুলে দিলেন বরিশাল মেট্টোপলিটন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম পিপিএম বার।
আজ সকাল ১০ টার দিকে বরিশাল নগরীর কাটপট্টি এলাকায় শিশুটি কান্না করতে দেখে থানা পুলিশকে জানায়। আজ সকাল ১১ টার দিকে শিশুটির পিতা থানা এলাকার পাশ থেকে মাইকিং করতে গেলে তখনেই জানতে পার যে একটি শিশু থানায় রয়েছে।
পরে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ এর কাছে গেলে শিশুটি দেখতে পেয়ে কান্নায় ভেঙ্গে পরে পরিবারটি। জানা গেছে, শিশুটির বাবা মা চাঁদপুর যাওয়ার জন্য বরিশাল লঞ্চ ঘাটে আসার পর শিশুটি হারিয়ে যায়।একজন মহান ব্যাক্তি শিশুটিকে পেয়ে কোতয়ালি মডেল থানায় জমা দেন।
ভাগ্যক্রমে মেয়েটির বাবা মাইকিং করার জন্য থানার পাশ দিয়ে যাওয়ার মুহূর্তে জানতে পারেন একটি মেয়ে থানায় জমা আছে।তারপর থানায় এসে আমার রুমে এসে তার মেয়েকে ফিরে পেয়ে কি যে কান্না না দেখলে বিশ্বাস করার না।