পিরোজপুরের মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাওসার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সদর ইউনিয়নের উত্তর মিঠাখালী মাঝেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। কাওসার উপজেলার ওই উত্তর শিঠাখালী গ্রামের মোঃ রুহুল আমীনের ছেলে।
জানাগেছে, কাওসার ও তার বাবা বাড়ির কাছে তার কাটার বেড়ার ওপরে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তার সরাতে গেলে কাওসার বিদ্যুৎ স্পৃষ্টে আহত হন।
এ সময় স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় কাওসারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
(Visited ২ times, ১ visits today)