বরিশালে ১৫ হাজার ভারতীয় রুপি ও ফেনসিডিলসহ মো. হারুন-অর-রশিদ (৬২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে র্যাব-৮ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে হারুন-অর-রশিদের বসতঘরে অভিযান চালায় র্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল। এ সময় ২৮ বোতল ফেনসিডিল, মাদক বিক্রির নগদ দুই লাখ ৮৫ হাজার নয়শ ৫৫ টাকা এবং ভারতীয় ১৫ হাজার রুপি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মো. আল-মামুন শিকদার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। আটক ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় নয়টি মামলা রয়েছে।
(Visited ২ times, ১ visits today)