অলস বাবা
…….আর.এম।
পেয়ারা: বাবা আম্মুকি আমার যত্ন নেয়?
বাবা: অবশ্যই আম্মু তোমাকে খাইয়ে দেয় অসুখ হলে যত্ন নেয়।
পেয়ারা: দাদু কি যত্ন নেয়?
বাবা: অবশ্যই সে তোমাকে কত মজার গল্প শোনায়,গিফট দেয়।
পেয়ারা: আর দাদি?
বাবা: সেওতো তোমার কত যত্ন নেয়।
পেয়ারা: আর বিল্টুর মা?
বাবা: সেও যত্ন নেয়,তোমার কাপড় ধুয়ে দেয়,বিছানা ঠিক করে দেয়।
“সব শুনে পেয়ারা বলল তাহলে আম্মুই ঠিক বলে এ বাসায় একমাত্র তুমিই অলস।।
(Visited ১১ times, ১ visits today)