ভোলার আলীনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার মধ্য রাতে তাদেরকে আটক করা হয়।
আটককৃত তিন ব্যবসায়ি হলেন, ওই ইউনিয়নের দুহিতা গ্রামের মৃত শাহে আলমের ছেলে আব্বাস, একই গ্রামের মৃত খালেক সিকদারের ছেলে আব্দুল সাত্তার ও পৌর কাঁঠালি ৮নং ওয়ার্ডের ফখরুল ইসলামের ছেলে নূর নবী।
আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ডিবি শহিদুল ইসলাম জানান, আটককৃত তিন মাদক ব্যবসায়িকে শনিবার কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
(Visited ১ times, ১ visits today)