সোহানুর রহমান ।। বাংলাদেশের মোট জনগোষ্ঠীর ৩০ শতাংশ হচ্ছে তরুণ-তরুনী। যুবদের উন্নয়ন মানে বাংলাদেশের উন্নয়ন। তবে জনসংখ্যার একটি বড় অংশ হওয়া সত্ত্বেও খুব কম ক্ষেত্রে তাদের বিষয়গুলো গুরুত্ব দেয়া হয়। জলবায়ু পরিবর্তনের ফলে দক্ষিনাঞ্চলের উপকূলীয় মানুষ খুবই ক্ষতিগ্রস্থ হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারনে এ অঞ্চলের মানুষের জীবন ও জীবিকায় ব্যাপক বিরূপ প্রভাব পড়ছে। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানোর পাশাপাশি পরিবর্তিত জলবায়ুর সাথে খাপ খাইয়ে চলতে হলে যুব ও নারীদের এগিয়ে আসতে হবে। তারাই পারে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ন অবদান রাখতে। সম্মিলিত প্রচেষ্টায় এ ঝুঁকি থেকে উত্তরণ সম্ভব বলে মনে করছেন বিশিষ্টজন। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অর্থনৈতিক সক্ষমতার লক্ষ্যে যুব ক্ষমতায়ন প্রকল্প অবহিতকরন সভায় বক্তারা এসব কথা বলেন। বুধবার (১৫ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নয়ন সংস্থা অক্সফাম ও ওয়েভ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এ অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জয়নুল আবেদীন। ৫ বছর মেয়াদী এ কর্মসূচির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব আক্রান্ত বাকেরগঞ্জের ২টি ইউনিয়নের ১৭ হাজার যুবকসহ দেশের ৪টি জেলার ১৫ থেকে ২৯ বছর বয়সী ৬৭ হাজার তরুণ-তরুণীদের সংগঠিত করে তাদের দক্ষতা বৃদ্ধি, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং ন্যায্য মজুরী নিশ্চিতসহ কর্মেও উপযুক্ত পরিবেশ বির্ণিমানে এই প্রকল্পটি পরিচালিত হবে। দুর্যোগের ঝুঁকি হ্রাসকরন ও অভিযোজনের পাশাপাশি জেন্ডার ভিত্তিক সংহিসতা এবং যৌন প্রজনন স্বাস্থ্য অধিকারকেও এই প্রকল্পে প্রাধান্য দেয়া হয়েছে বলে সভায় জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাকেরগঞ্জ পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া বলেন, যুবসমাজ অফুরন্ত শক্তির আধার । যুব সমাজ পারেনা এমন কোন কাজ নেই। দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তারাই ছিল অগ্রগামী । সব তরুণই তাদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে কিছুনা কিছু করতে চায়। যখন তারা কারো কাছ থেকে উদ্দীপনা পায়না তখন বিকল্প পথে ধাবিত হয়। নানাধরনের অবক্ষয়ের সাথে তারা জড়িয়ে পরে। অনেক সময়ে তারা প্রতারিত হয়ে স্বর্বস্ব হারায়। তাদের কর্মদক্ষতা উন্নয়নের পাশাপাশি সঠিক দিকনির্দেশনা দেয়া দরকার। তারা যদি নিজেরা দক্ষ মানবসম্পদে রূপান্তরিত হতে পারে তাহলে তাদের চাকুরির পিছু ছুটতে হবেনা । বরং চাকরিই তাদের খুঁজে নেবে। সভার শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন ওয়েভ ফাউন্ডেশনের প্রতিনিধি আনিসুর রহমান এবং এম্পাওয়ার ইয়ূথ ফর ওয়ার্ক প্রকল্পের উপর তথ্যপত্র উপস্থাপন করেন প্রকল্প সমন্নয়কারী মিজানুর রহমান। উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফারুক গাজী, মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা বেগম, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মানিক হোসেন মোল্লা, উন্নয়ন সংগঠক শুভঙ্কর চক্রবর্তী, ইয়ূথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সমন্নয়ক সোহানুর রহমানসহ বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থার কর্মকর্তাবৃন্দ আলোচনায় অংশ নেন। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফামের ইকোনোমিক জাস্টিস রেসিলেন্স প্রোগ্রাম ম্যানেজার ড. মো: খালিদ হোসেন জানান, ২০১৬ সাল থেকে একই সাথে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দেনেশিয়া, এবং ইথোপিয়ায় আইকিয়া ফাইন্ডেশনের অর্থায়নে এ কর্মসূচি শুরু হয়েছে। বরিশালে বাকেরগঞ্জে অক্সফাম বাংলাদেশ ও ওয়েভ ফাইন্ডেশেন সম্মিলিতভাবে এ প্রকল্পটি বাস্তবায়ন করবে। আলোচনায় বক্তারা সকলের জন্য উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিতে ন্যায্য মজুরী বন্টনসহ নারীবান্ধব যথাযথ কর্মপরিবেশ বির্ণিমানের দাবি জানান, যাতে যুব সমাজ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে সম্মানের সাথে মর্যাদাপূর্ন জীবন ধারন করতে পারে।