বরিশালে র্যাবের বিশেষ অভিযানে পৌনে ৬শ বোতল ভারতীয় ফেনসিডিল সহ ৫জনকে আটক করেছে।
এসময় ফেন্সিডিল বহনকারী পিকআপ ও একটি প্রাইভেট আটক করা হয়।
আটককৃতরা হলেন মোঃ তৌহিদুল ইসলাম(২৫), মোঃ মেহেদী হাসান(২০), মোঃ মেহেদী হাসান(২০), মোঃ আলাউদ্দিন(৩৪), মোঃ নাজমুল হাসান ওরফে সুমন, মোঃ শহীদুল ইসলাম(২৫)। এদের সবার বাড়ী খুলনা, সাতক্ষীরা ও যশোরের বিভিন্ন এলাকায়।
গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের দপদপিয়া সেতুর কাছে চেকপোষ্ট বসিয়ে যশোর থেকে পটুয়াখালীগামী পিকআপ যোগে ৬৭৩ বোতল ফেন্সিডিল সহ ৫ জনকে আটক করা হয়। এসময় পিকআপটিকে পাহাড়া দিয়ে নিয়ে যাওয়া একটি প্রাইভেট কারও আটক করে র্যাব ৮।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে যে, তারা দীর্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা থেকে ফেন্সিডিলের চালান সংগ্রহ করে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বরিশাল কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে র্যাব।