এলিট ফোর্স হিসেবে র্যাব মাদক ব্যবসায়ী, জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী দমনের পাশাপাশি সরকারি সম্পত্তির রক্ষণাবেক্ষণ, সর্বোপরি নিজেদের নিরাপত্তার ব্যাপারে সচেতন। যেকোন প্রকারের দুর্ঘটনা বিশেষত অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় র্যাব-৮, বরিশাল এর নিয়মিত অনুশীলনের মাধ্যমে যথেষ্ট প্রস্তুুতি রয়েছে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অগ্নি দুর্ঘটনার পরে র্যাব-৮, বরিশাল আরো বেশি সচেতন ও প্রস্তুুতি মূলক মহড়ায় অংশগ্রহণ করে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৬ সেপ্টেম্বর ২০২০ তারিখে ফায়াস সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বরিশাল এর সহযোগিতায় প্রতিটি র্যাব সদস্যবর্গ কে “অগ্নি নির্বাপন অনুশীলন ” এর মাধ্যমে প্রাথমিক ধারণা ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে যেন কোন প্রকার অগ্নি দুর্ঘটনা না ঘটে বা ঘটলেও তার ক্ষয়ক্ষতির পরিমাণ সর্বনি পর্যায়ে রাখা যায়। এছাড়াও অগ্নি দুর্ঘটনা কিভাবে এড়ানো যায় এবং ব্যবহার্য যেসব জিনিসপত্র থেকে অগ্নি দুর্ঘটনা ঘটতে পারে (দাহ্য পদার্থ) তার যথাযথ ব্যবহার সর্ম্পকে ধারণা প্রদান করা হয়। এ প্রশিক্ষণের মাধ্যমে অগ্নি নির্বাপক সরঞ্জামাদি রক্ষণাবেক্ষণ এর নিয়মাবলী হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। র্যাব সদস্যদের অগ্নি নির্বাপন মহড়ার মাধ্যমে দক্ষতা এবং আস্থা অর্জনের এর মাধ্যমে সাধারণ জনগন এবং সর্বপরি দেশের কল্যাণে যথাযথ ভূমিকা পালনে সাফল্য মন্ডিত হবে।