নোয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গঙ্গা চুক্তির মতো তিস্তা চুক্তিও হয়ে যাবে। তিস্তা চুক্তি চূড়ান্ত পর্যায়ে। গঙ্গা চুক্তি যিনি করেছেন, তিস্তা চুক্তিও তিনি করবেন।’
নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাটে একটি প্রাথমিক বিদ্যালয় ও ইসমাঈল ডিগ্রি কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে আয়োজিত এক সুধী সমাবেশে বুধবার (১৫ মার্চ) বেলা ১২টায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী আরো বলেছেন, ‘এপ্রিলে প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন, সেখানে দেশের স্বার্থে খোলামেলাভাবে চুক্তি করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অর্জনে বিএনপি এখন দিশেহারা হয়ে ষড়যন্ত্রের মাধ্যমে অন্যপথে সরকার হটানোর পাঁয়তারা করছে।’
শিউলী একরাম প্রাথমিক ও নিম্ন-মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্লাহ, কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলী, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. মাহে আলম, জেলা পুলিশ সুপার ইলিয়াছ শরীফসহ আরও অনেকে।