বরিশালের বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে বরিশাল নগরীর হাটখোলা পেঁয়াজ পট্টিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বুধবার বেলা ১২টায় নগরীর হাটখোলার পেঁয়াজের পাইকারী বাজারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। এ সময় তিনি বিভিন্ন পাইকারি দোকানের ক্রয় রশিদ যাচাই বাছাই করেন।
যাচাইকালে এলসি পেঁয়াজ ৬০টাকা দরে ক্রয় করে ৬৫ টাকা দরে সঠিকভাবে বিক্রয় করার কারণে কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমান করা হয়নি। তবে বাড়তি মূল্যে পেঁয়াজ বিক্রির বিষয়ে সবাইকে সতর্ক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।
(Visited ৩ times, ১ visits today)