বরিশাল সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বরিশালের দৈনিক পত্রিকার নবগঠিত সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ ।
আজ ( ১৬ সেপ্টেম্বর ) রাতে তারা এ ফুলের শুভেচ্ছা জানান ।
এ সময় মেয়র বরিশাল গণমাধ্যম পরিস্থিতি নিয়ে বলেন, সংবাদপত্র ও স্বাধীন সাংবাদিকতার পথ কণ্টকমুক্ত করার জন্য তিনি সচেষ্ট থাকবেন। তিনি প্রতিশ্রুতি দেন সম্পাদক পরিষদ বরিশালের সর্বাত্মক সহায়তা করবেন ।
এ সময় উপস্থিত ছিলেন, নবগঠিত সম্পাদক পরিষদের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল , সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ভুইয়া, এস.এম রফিকুল ইসলাম, নিকুঞ্জ বালা পলাশ, শারমিন আক্তার, এম. রহমান।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক শেখ শামীম হোসেন , এ.কে.এম. তারিকুল আলম অপু, অর্থ সম্পাদক মারুফ হোসেন, দপ্তর সম্পাদক সাইদুর রহমান মাসুদ, ক্রীড়া সম্পাদক আবরার হাসনাইন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাছির আহম্মেদ রনি, প্রচার সম্পাদক মো. জসিম উদ্দিন এবং তথ্য ও গবেষণা সম্পাদক মো. মোস্তফা কামালসহ সম্পাদক পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
পরে তিনি সম্পাদক পরিষদের সকল নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করান।