বরিশাল নগরীর বাটারগলিতে অভিযান চালিয়ে আটজন(৮) রোগীর দালালকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আজ সোমবার দুপুরে এই অভিযানে অংশ নেন মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোঃ রবিউল ইসলাম শামিম, ইন্সপেক্টর হরিদাশ, এস আই মহিউদ্দিনসহ ৮/১০ জনের একটি টিম।
আটককৃতরা হলেন আলমগির, মাসুম, হানিফ, সাবু, আনোয়ার, শাহিন, জামাল, শামিম এরা সকলেই দীর্ঘদিন যাবত বরিশাল নগরীতে রোগীর দালালিই পেশাই জড়িত রয়েছে। আটকের পড়ে তাদের কে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আটজনকেই (১) মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্টেট নিরুপম মজুমদার।
(Visited ১ times, ১ visits today)