বরিশালে গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নতুন করে ১৩ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় ৩৩১৬ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হলেন।
জেলায় করোনা আক্রান্ত ১৩ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। অদ্যাবধি এ জেলায় মোট ২৮১৭ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী কোন ব্যক্তির তথ্য পাওয়া যায়নি। অদ্যাবধি এ জেলায় ৬৬ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গৌরনদী উপজেলার ২ জন, বাকেরগঞ্জ উপজেলার ১ জন, মুলাদী উপজেলার ১ জন, হিজলা উপজেলার ১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত বটতলা এলাকার ২ জন, অক্সফোর্ড মিশন রোড, কাশিপুর, বগুড়া রোড, কাউনিয়া, জিয়া সড়ক প্রত্যেক এলাকার ১ জন করে ৫ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন নার্সসহ মোট ১৩ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন।